অস্ত্রোপচারের সময় অজ্ঞান করা নিয়ে ভীতি, কেন?
অস্ত্রোপচারের সময় অজ্ঞান করতে হয় বা জেনারেল অ্যানেসথেশিয়া দিতে হয়। এই অজ্ঞান করা নিয়ে অনেকের ভেতর ভীতি কাজ করে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান। বর্তমানে তিনি বারডেমের অ্যানেসথেশিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যানেসথেশিয়া করতে হলে রোগী একটি ভয়ের মধ্যে থাকে। ভাবে, আমার জ্ঞান ফিরবে তো? এই ভয়ের কারণ কী?
উত্তর : এমনি ধরেন, আমরা সাধারণত কেউ জ্ঞান হারাই না। আমরা ঘুমিয়ে থাকি, তখনো জ্ঞান থাকে। কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি। কেউ একটু ব্যথা দিলে জেগে যাই। কিন্তু আমরা যখন অস্ত্রোপচারের জন্য অজ্ঞান করি তখন সেই শক্তিটা আর থাকে না। সেই জন্য ভয়টা বেশি। একটি অসহায় অবস্থার মধ্যে রোগী পড়ে যাচ্ছে। এর সবকিছুই যিনি অ্যানেসথেশিয়া দিচ্ছেন, তাঁর বুদ্ধিমত্তা, তাঁর দক্ষতার ওপর নির্ভরশীল। সুতরাং এই যে অসহায়ত্ব, এই যে আমি আর কিছুই করতে পারব না, এই সময়টুকু আমি একদম অন্যের হাতে থাকব, এই বিষয়টি মানুষকে বেশি চিন্তিত করে তোলে বা ভাবিয়ে তোলে। এটি নিয়ে ভীতি কাজ করে।