অস্ত্রোপচারের সময় অজ্ঞান, আগে যা দেখা হয়
অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার আগে রোগীর শারীরিক কিছু বিষয় দেখা হয়। রোগী অজ্ঞান করার জন্য কতটুকু উপযুক্ত- সেসব বিষয় পর্যবেক্ষণ করার পরই সাধারণত অজ্ঞান করার সীদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার ক্ষেত্রে রোগীর কী দেখা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান। বর্তমানে তিনি বারডেমের অ্যানেসথেশিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন রোগীকে অজ্ঞান করার আগে কী কী বিষয় দেখা হয়?
উত্তর : প্রাথমিক পর্যায়ে আমরা ক্লিনিক্যালই পরীক্ষা করি। পালস, বুকের শব্দ , রক্তের চাপ ইত্যাদি আমরা দেখি। রোগী যদি ৪০ বছরের নিচে হয়ে থাকে, তাহলে বেশি কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে না। কিন্তু তার ওপরে যখন উঠতে থাকে বা অন্যান্য লক্ষণ থাকে, তখন আমরা অনেক কিছুর কথা বলি। বুকের ছবির কথা বলি, ইসিজি করতে বলি, ইকো করতে বলি, রক্তের সুগার কত রয়েছে সেটি দেখতে বলি। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ঠিক কাজ করছে কি না, সেগুলো দেখি।
প্রশ্ন : ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ঝুঁকির তারতম্য হয় কী?
উত্তর : যুক্তরাষ্ট্রে একটি লেভেল করেছে, এস এ ওয়ান/ টু,/ থ্রি/ ফোর। পৃথীবির সবাই সেটি অনুসরণ করে। এস এ ফোর মানে খুবই ঝুঁকিপূর্ণ। ধরুন, তার হার্ট খারাপ, তার লিভার খারাপ, তার কিডনি খারাপ। একে অস্ত্রোপচার করলে সমূহ বিপদ হতে পারে। তবে অস্ত্রোপচার যদি জরুরি হয়, অস্ত্রোপচারের জন্য জীবন বাঁচবে এ রকম হলে আমরা ঝুঁকি নেই। এসএ থ্রি মোটামুটিভাবে সুস্থ, তবে তার রোগ রয়েছে। হয়তো তার একটি ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে,অথবা তার কিডনিতে ক্রনিক কোনো সমস্যা রয়েছে। এর জন্য তাকে ওষুধ খেতে হয়। এদের ক্ষেত্রে সতর্ক হয়ে অ্যানেসথেশিয়া দেওয়া হয়। আর সম্পূর্ণ সুস্থ রোগী, কোনো ঝুঁকিই নেই তাদের ক্ষেত্রে তেমন কিছু দেখা হয় না।