‘গর্ভাবস্থায় ডায়াবেটিস আতঙ্কের বিষয় নয়’
গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিস হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১৭তম পর্বে কথা বলেছেন ডা. নাহিদ সুলতানা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে অবস ও গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কখন বোঝা যায়?
উত্তর : গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে অনেকে আতঙ্কবোধ করেন। গর্ভাবস্থায় ডায়াবেটিস এখন আর আতঙ্কের বিষয় নয়। কীভাবে বোঝা যাবে? ডায়াবেটিসটা গর্ভাবস্থায় দুইভাবে হয়। একটি হলো যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত তাদের চলতে থাকবে। আরেকটি হলো গর্ভাবস্থায়ই ডায়াবেটিস ধরা পড়ল। সাধারণত গর্ভাবস্থার সময় যে ডায়াবেটিস হয় সেটি ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে ধরা পড়ে। অনেক সময় দেখা যায় আগে ডায়াবেটিস রয়েছে। তবে রোগী জানে না। তাদের বেলায় দেখা যায় গর্ভাবস্থা হওয়ার দুই/তিন মাস পরই ধরা পড়ে। অনেক সময় দেখা যায় তাদের গর্ভপাত হয়ে যায়। আমরা যখন পরীক্ষা করি তখন হয়তো ধরা পড়ে। যাদের দেখা যায় ডায়াবেটিস ধরা পড়ে না, তাদের দেখা যায় অনেক বেশি হয়। এসব দেখে আমরা বুঝতে পারি যে তাদের ডায়াবেটিস রয়েছে।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কী করেন?
উত্তর : যখন ধরা পড়ে তখন আমরা তাদের নিশ্চিত করি। আমরা যেহেতু ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার, আমরা এটি নিয়েই বেশিরভাগ সময় কাজ করি। তাদের আমরা এই ভয়টা কাটিয়ে উঠাই। তাদের বোঝাই এটি যদি আমরা সঠিক চিকিৎসা করি, তারা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে ভয়ের কিছু নেই।