অন্যান্য অঙ্গ রক্ষায় যত্ন নিন মুখ ও দাঁতের
মুখ ও দাঁত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। না হলে শরীরের অন্যান্য অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৩তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাঁত ও মুখের পরিচর্যার মধ্যে কোন বিষয়গুলো পড়ে?
উত্তর : কোনো এক সময় ছিল যখন রোগীর দাঁতে ব্যথা হতো তখন রোগীকে ইএনটি চিকিৎসকের কাছে যেত। জিহ্বায় ঘা হতো, তখন ইএনটি চিকিৎসকের কাছে যেত। কিন্তু সময়ের ব্যবধানে এই জিনিসগুলো পরিবর্তিত হয়েছে।
মুখ হলো পথ। শরীরের মধ্যে ঢুকার একটা পথ হলো এটি। এত বড় পথ শরীরের মধ্যে আর কোথাও নেই। তাই এই জিনিসটি পরিচর্যা করতে হবে। মুখের স্বাস্থ্যসুরক্ষা যদি না করা যায়, তাহলে যেকোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণই মুখের ও দাঁতের গুরুত্ব বেশি। মুখে যদি যত্ন না নিই, তাহলে খুব দ্রুত হার্ট ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।