মাউথওয়াশ কি প্রতিদিন ব্যবহার করবেন?
দাঁত ও মুখের স্বাস্থ্য সুরক্ষায় মাউথওয়াশ ব্যবহার করা হয়। তবে মাউথওয়াশ কি প্রতিদিন ব্যবহার করা প্রয়োজন? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৩তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাউথওয়াশ প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে?
উত্তর : রাতের বেলা যারা সুইট কন্টেনিং পেস্ট দিয়ে ব্রাশ করে, তাদের মধ্যে কারো যদি দাঁতের ফাঁকে পেস্ট ঢুকে থাকে, তাহলে সমস্যা হয়। এটি ব্যাকটেরিয়ার প্রধান খাবার। যদি সে সঠিকভাবে ব্রাশ করতে পারে, তাহলে ভালো। না হলে ক্ষতি হয়। আমি বলি, এটা নেওয়ার দরকার নেই। মাউথওয়াশ কাজ করে পেস্ট হিসেবে, অ্যান্টিসেপটিক হিসেবে, মাউথওয়াশ হিসেবে। মাউথওয়াশ প্রতিদিন ব্যবহার করতে পারে। তাই দু-এক ফোঁটা মাউথওয়াশ ব্রাশে নিয়ে ব্যবহার করলে সে অনেক ভালো অনুভব করবে। তার ওই পেস্ট লেগেও থাকছে না। আর সঠিকভাবে পরিষ্কার হচ্ছে। ওই পরিমাণ ফোমও হচ্ছে না।
মাউথওয়াশটা মুখের দুর্গন্ধ কমায়, মাড়ির রোগ কমায় এবং অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে দেয় না। এতে এসিড তৈরি হচ্ছে না, টক্সিন নিঃসরণ হচ্ছে না, হাড়ের ক্ষয় হচ্ছে না। বড় ধরনের একটি প্রতিরোধক হিসেবে কাজ করে। এটা যদি না পায়, তাহলে ব্রাশ গরম পানিতে ডুবিয়ে বা লাল চায়ের মধ্যে ডুবিয়ে ব্রাশ করতে পারেন। অনেক ক্ষেত্রে চা পাতা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।