মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম কোথায় করা হয়?
বাতব্যথার জন্য আধুনিক রোগ নির্ণয়ের পদ্ধতি মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম। এই আল্ট্রাসোনোগ্রাম কোথায় করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৬তম পর্বে কথা বলেছেন ডা. মিনহাজ রহীম চৌধুরী।
বর্তমানে ডা. মিনহাজ রহীম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম কীভাবে করা হয়?
উত্তর : আল্ট্রাসোনোগ্রাম বলতে আমরা বুঝি পেটের আল্ট্রাসোনোগ্রাম। মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড জয়েন্টের ভেতর দেখবে। জয়েন্টগুলো ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে এগুলো দেখবে। এর বাইরেও ত্বকে হয়তো ফুলে আছে, নিচে কিছু রয়েছে, মাংসপেশিতে কিছু রয়েছে এগুলো সম্পর্কেও কিন্তু ধারণা দিতে পারছে। তাহলে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড হবে মূলত হাত ও পায়ের যে জয়েন্টগুলো রয়েছে, জয়েন্টের বাইরেও যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে।
আমি আরেকটু উদাহরণ দেই। একজন মানুষের দেখা যাচ্ছে কাঁধের ব্যথা। এই কাঁধের ব্যথার কিন্তু অসংখ্য কারণ রয়েছে। তাহলে কারণ নির্দিষ্ট করে চিকিৎসা করতে গেলে এই মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড তথ্য দিতে পারে। আর হয়তো এমআরআই দিতে পারে। তবে এমআরআই করা একটি ব্যয়বহুল পদ্ধতি। পাশাপাশি অনেক বেশি প্রস্তুতি লাগে। সেই জন্য আমরা বলছি যে আল্ট্রাসাউন্ডটা অত্যন্ত সহজ। ১৫ মিনিটের একটি প্রস্তুতি লাগে। একটি মেশিন শুধু থাকা লাগে। আর তেমন কোনো প্রস্তুতির দরকার হয় না। মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড অত্যন্ত উপযোগী একটি রোগ নির্ণয়ের পদ্ধতি। আমরা যেহেতু নতুন প্রচলন করছি, তাই পরপর তিন বছর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ওয়ার্কশপ করছি।
প্রশ্ন : যারা এটি নিয়ে কাজ করছে তাদের দক্ষতা বাড়াতে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন?
উত্তর : সারা পৃথিবীতে যারা রিউমেটোলজি প্রেকটিস করে, তারাই করে এটি। তবে আমাদের দেশে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় অনেকেই করে। আমরা এই ওয়ার্কশপে আমন্ত্রণ জানিয়েছে যারা ফিজিক্যাল মেডিসিন প্র্যাকটিস করে, যারা রেডিওলজিতে আছে, যারা নিউক্লিয়ার মেডিসিনে আছে তাদের। তারাও অংশগ্রহণ করতে পারবে। আমরা মনে করছি যে বিশেষ করে এই ধরনের প্র্যাকটিস যারা করছে, তাদের এটি জানা অতি প্রয়োজন। এখন বলা হয়েছে মাসকুলোস্কেলেটার আল্ট্রাসাউন্ডটা খুব প্রয়োজনীয়।