আইসিইউর চিকিৎসা ব্যয়বহুল কেন?
হাসপাতালে অন্যান্য চিকিৎসার তুলনায় আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের চিকিৎসা কিছুটা ব্যয়বহুল হয়। এর কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. খলিলুর রহমান।
বর্তমানে তিনি বারডেমের অ্যানেসথেসিয়া বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত ।
প্রশ্ন : আইসিইউর চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণ কী?
উত্তর : এখানে যেসব জিনিস ব্যবহার করা হয়, সেগুলো একবারই ব্যবহার করতে হয়। যেগুলো পুনরায় ব্যবহারের সুযোগ নেই। এসব যন্ত্রপাতি খুব দামি। একটি ভেন্টিলেটরের দাম ১০ লাখ থেকে শুরু করে প্রায় এক কোটি টাকার মতো রয়েছে। রোগীকে বেশ কিছুক্ষণ পর পর ব্লাড গ্যাস দিতে হবে। যেসব নার্স তার চিকিৎসা করবে, তারা অন্য নার্সের তুলনায় অনেক বেশি প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের বেশি বেতন দিতে হবে। এসব নানা কারণে আইসিইউর চিকিৎসা ব্যয়বহুল। এ জন্য আমরা দেখি, সরকারি হাসপাতালের আইসিইউতে ফান্ড নেই বলে তারা অত ভালো করে করতে পারে না।