চিকেন পক্সের ভ্যাক্সিন কখন দেওয়া উচিত?
চিকেন পক্স থেকে দূরে থাকতে চাইলে এর ভ্যাক্সিন দেওয়া প্রয়োজন। তবে এই সময়টি কখন?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্কুলে যেসব বাচ্চারা যায়, তাদের জন্য কি কোনো টিকা রয়েছে। টাইফয়েডের ভ্যাকসিন রয়েছে?
উত্তর : টাইফয়েডের ভ্যাকসিন রয়েছে। টাইফয়েডের ভ্যাকসিনটা দুই বছর বয়স থেকে দিতে হয়। টাইফয়েডের ভ্যাকসিন তিন বছর পর পর দিতে হয়। টাইফয়েডের ভ্যাকসিন দিলে অনেকটা রোগ প্রতিরোধ হয়।
এরপর জন্ডিসের ভ্যাসিনও দেওয়া যায়। টিকা দিলে রোগটি হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।
প্রশ্ন : এর বাইরেও কি কিছু টিকা রয়েছে?
উত্তর : কিছু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রয়েছে। তিন বছরের নিচে, তিন বছরের ওপরে, পাঁচ বছরের নিচে। এ রকম ভ্যাকসিন রয়েছে। আর চিকেন পক্সের ভ্যাকসিন রয়েছে।
প্রশ্ন : চিকেন পক্সের ভ্যাকসিন কখন দেওয়া উচিত?
উত্তর : এক বছর পর থেকেই দিতে পারে। একটি ডোজ। এক বছর পরে যেকোনো সময় দিতে পারে।