হাতের বাড়তি আঙ্গুলের সার্জারি কখন করবেন?
সাধারণত আমাদের হাতে পাঁচটি আঙ্গুল থাকে। তবে অনেকের ক্ষেত্রে এর বাইরেও বাড়তি আঙ্গুল হতে দেখা যায়। অনেক সময় এটি সমস্যা করে। আবার অনেকের ক্ষেত্রে সমস্যা করে না। এর চিকিৎসা সার্জারি। এই সার্জারি সাধারণত ছোটবেলায় করা প্রয়োজন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মহিউদ্দীন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাড়তি আঙ্গুলের এই সার্জারি আপনারা কীভাবে করেন?
উত্তর : আঙ্গুলটা বিভিন্নভাবে কাটা যায়। এর ওপর প্লাস্টিক সার্জারি করা যায়। ওই ভাবে যদি আমরা আগাই, কসমেটিক সার্জারি যদি করি, তাহলে সামান্য একটি দাগ থাকবে। খুব ছোট বয়সে করলে সেটিও থাকবে না। দুই বছরের সময় বা এরপর করলে সবদিক থেকে ভালো। তার আগে করতে গেলে এনেসথেশিয়ার কিছু ঝামেলা থাকে। দুই বছর পরে গিয়ে এনেসথেশিয়া করতে সুবিধা হয়।