‘ক্যানসারের চিকিৎসায় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে’
বর্তমানে বাংলাদেশে ক্যানসারের চিকিৎসা অনেক আধুনিক হয়েছে। তবে জনসংখ্যার তুলনায় চিকিৎসাসেবা এখনো অপ্রতুল। আর তাই চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশে আর্থসামাজিক অবস্থা ভালো নয়। অনেক বেসরকারি হাসপাতালে হয়তো সুযোগ রয়েছে, তবে সরকারি হাসপাতালে দুই থেকে তিন মাস পরে সার্জারির তারিখ পড়ে। এর সমাধান কী?
উত্তর : বেসরকারি সেক্টরে আসলে সমাধান নয়। সরকারকেই দায়িত্ব নিয়ে, তার প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে। ভারতে আমরা দেখেছি সরকার যেহেতু আর্থিক কারণে করতে পারে না, তখন বেসরকারি কপোর্রেট হাসপাতালগুলোর সঙ্গে নেগোসিয়েশনে যায়। সরকার যেই রোগীগুলোকে পাঠাচ্ছে, তারা যেতে পারছে সেসব জায়গায়।
বাংলাদেশের দুই একটি প্রতিষ্ঠান এটি শুরু করতে যাচ্ছে। আমিও একটির সঙ্গে যুক্ত রয়েছি।