লেসিক কি বারবার করতে হয়?
লেসিক চোখের দৃষ্টিশক্তির সমস্যা সমাধানে আধুনিক চিকিৎসা। লেসিক কি একবার করলে বারবার করতে হয়? এর কি কোনো জটিলতা রয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১১তম পর্বে কথা বলেছেন ডা. জালাল আহমেদ। বর্তমানে তিনি বাংলাদেশ আই হসপিটালস ও ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চশমা তো সময় সময় পরিবর্তন করতে বলেন। লেসিকের বেলাতেও কি এই পরিবর্তন করতে বলেন?
উত্তর : চশমার পরিবর্তন হয় দুটো প্রধান কারণে। কর্নিয়ার বক্রতা। এটা পরিবর্তন হয় বয়সের সঙ্গে সঙ্গে। ১৮ বছরের পরে আর হয় না।
একটি ছোট বাচ্চা আর ১০ বছরের বাচ্চা হাত-পা সবকিছু বড় হতে থাকে। চোখও বড় হয়। বড় যত দিন হয়, তখন প্রতিবছরই পরীক্ষা করতে হয়। আর মায়োপিয়ায় বারবার পরিবর্তন হয়। সে জন্যই লেসিকটা আঠারোর পরে করে। তাই একবার লেসিক করলে সে চশমা ছাড়া দেখতে পারে। ১৮ বছরের পর করলে বারবার করতে হয় না।
আর লেসিকের জটিলতা কম। সাধারণত এতে জটিলতা হয় না। আর যে ছোটখাটো জটিলতাগুলো হয়, সেগুলো সহজেই সমাধানযোগ্য।