ত্বক ও চুলের যত্নে কাঠবাদামের তেল
নারীদের কাছে আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল বেশ সমাদৃত। কাঠবাদামের তেলে চিটচিটে ভাব থাকে না। ত্বক, চুল ও নখের যত্নে এটি জাদুর মতো কাজ করে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এ তেলটি নিয়মিত ব্যবহারে আপনি খুব সহজেই পেতে পারেন কোমল, মসৃণ, দাগহীন উজ্জ্বল ত্বক। রোদে পোড়া কালো দাগ, একজিমা, সোরিয়াসিসে সব চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কাঠবাদাম তেল।
যাঁরা আন্ডার আই ডার্ক সার্কেল সমস্যায় ভুগছেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখের নিচে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, শুষ্ক ঠোঁটে আমন্ড অয়েল ব্যবহারে ঠোঁট ফাটা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলপড়া ও আগা ফাটা সমস্যার সমাধান করে এবং চুলকে করে ঘন, কালো, সিল্কি করে। তাই সৌন্দর্য চর্চায় কাঠবাদামের তেলও ব্যবহার রাখুন। এতে ত্বক ও চুল ভালো থাকবে।
লেখক : ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বিডি লিমিটেড।