টি ট্রি অয়েলের যত গুণ
গাছের হাইড্রেশনের জন্য যেমন পানির প্রয়োজন হয়, তেমনি ত্বকের বাহ্যিক আর্দ্রতা ধরে রাখার জন্য ময়েশ্চারাইজার খুবই জরুরি।
যুগ যুগ ধরে রূপচর্যায় প্রসাধনী হিসেবে ব্যবহার হয়ে আসছে ফুল, ফল, পাতা, বীজের নির্জাস থেকে তৈরি বিভিন্ন তেল। ক্যামিকেলমুক্ত এই তেল ত্বক, নখ ও চুলের যত্নে এবং ন্যাচারাল ময়েশ্চারইজার হিসেবে কার্যকরী।
শুধু কি তাই? কিছু কিছু রোগের চিকিৎসায়ও তেল কাজ করে জাদুর কাঠির মতো। এমন একটি তেল হলো টি ট্রি ওয়েল।
গবেষণায় দেখা গেছে ব্রণের চিকিৎসায় টি ট্রি অয়েল, বেনজয়েল পার অক্সাইডের মতো কাজ করে। এর মধ্যে অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো থাকায় এটি র্যাশ, চামড়া উঠা ইত্যাদি সমস্যা সমাধানে উপকারী।
উৎসব ও পার্বণে ত্বকে চাই বাড়তি যত্ন। তাই এ যত্নে আপনার সঙ্গী হিসেবে রাখতে পারেন এই তেল।
লেখক : ডার্মাটোলজিস্ট, সিওরসেল মেডিকেল বিডি।