হঠাৎ গলায় কিছু আটকে গেলে কী করবেন
অনেক সময় অসাবধানতায় গলায় কিছু আটকে যেতে পারে। এই ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিলে সমস্যার অনেকটা সমাধান করা যায়।
প্রথমত পানি পান করতে দিন। অনেক সময় পানির সঙ্গে আটকানো বস্তু নিচে নেমে যেতে পারে। তখন পানি গিলতে পারে কি না খেয়াল করুন। না পারলে, তাড়াতাড়ি রোগীকে দাঁড় করান। এবার আপনি রোগীর মুখটাকে সামনে রেখে রোগীকে পিছন থেকে জড়িয়ে ধরে আপনার দু হাত দিয়ে রোগীর পেটে চাপ দিন। এতে আটকানো বস্তু মুখ দিয়ে বেরিয়ে আসবে। না হলে রোগীর যে কোনো বিপদ হতে বাধ্য। তাই দ্রুত ব্যবস্থা নিন। আর বেশি সমস্যা মনে হলে ধারের কাছের কোনো হাসপাতালে রোগীকে নিয়ে যান।
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ।