চোখের কালো দাগ কমাতে নারকেল তেল
চোখের নীচের কালো দাগ সম্পূর্ণ মুখকে ম্লান করে দেয়। মানসিক চাপ, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, ঘুমের অসুবিধা পরিবেশ দূষণ, হরমোনের সমস্যা ইত্যাদি কারণে চোখে কালো দাগ পড়ে।
চোখের কালো দাগ কমাতে নারকেল তেল একটি চমৎকার উপাদান। চোখের কালো দাগ কমাতে নারকেল তেলের ব্যবহারের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. নারকেল তেলের ম্যাসাজ
নারকেল তেল চোখকে আর্দ্র ও মসৃণ রাখতে কাজ করে। হাতে সামান্য নারকেল তেল নিন এবং চোখের পাতার ওপর ও নীচে চক্রাকারভাবে অন্তত পাঁচ মিনিট ম্যাসাজ করুন। সারারাত এভাবে নারকেল তেল রেখে দিন এবং সকালে ওঠে চোখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য নিয়মিত এভাবে ম্যাসাজ করুন।
২. নারকেল তেল ও হলুদ
এটি রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে। একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ নারকেল তেল এবং এক চিমটি হলুদ গুঁড়ো নিয়ে মেশান। মিশ্রণটি চোখের পাতার ওপরে ও নীচে লাগান। ১৫ মিনিট এভাবে রাখুন। এরপর একটি তুলোর বলের মধ্যে পানি মিশিয়ে এটি মুছে ফেলুন।