বাংলাদেশে ডায়াবেটিস ফুট আলসারের বর্তমান পরিস্থিতি কেমন?
ডায়াবেটিক ফুট আলসার একটি জটিল সমস্যা। সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পায়ের ক্ষতই হলো, ডায়াবেটিক ফুট আলসার।
বাংলাদেশে ডায়াবেটিস ফুট আলসারের বর্তমান পরিস্থিতি কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৬৮তম পর্বে কথা বলেছেন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা। বর্তমানে তিনি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের অর্থোপেডিকস অ্যান্ড ফুট কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশে ডায়াবেটিস ফুট আলসারের বর্তমান পরিস্থিতি কী?
উত্তর : আসলে বাংলাদেশে তেমনভাবে কোনো ডাটা নেই। তবে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ অব ডায়াবেটিক ফুটের তথ্য হিসাব করে যদি বাংলাদেশের সংখ্যা বলি, তাহলে প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি নয়জনের একজনের ডায়াবেটিক ফুট রয়েছে। আর প্রতি ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ৫০ ভাগ, অর্থাৎ অর্ধেক ডায়াবেটিস রোগীরই ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি হয়।
তেমনি ১৫ থেকে ২৫ ভাগ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জীবনে কোনো না কোনো সময় ডায়াবেটিস ফুট আলসার বা ডায়াবেটিসের কারণে পায়ের ক্ষত রোগের সৃষ্টি হয়। সেই হিসাব করে যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে, বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০ থেকে ৪৫ লাখ ডায়াবেটিসে আক্রান্ত রোগী, ডায়াবেটিক ফুট রোগে আক্রান্ত।