সহকর্মীর সঙ্গে ‘ডেটিং’, মাশুল গুনলেন ম্যাকডোনাল্ড’স-এর প্রধান নির্বাহী
প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোর প্রমাণ পাওয়ায় যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাস্টফুড চেইনশপ ম্যাকডোনাল্ড’স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ ইস্টারব্রুককে বরখাস্ত করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, নারী সহকর্মীর সম্মতিক্রমেই সম্পর্কে জড়িয়েছেন স্টিভ ইস্টারব্রুক। তবে ইস্টারব্রুক ‘কোম্পানির নীতি ভঙ্গ করেছেন’ এবং ‘অবিবেচকের আচরণ’ দেখিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সহকর্মীদের উদ্দেশে পাঠানো ই-মেইলে ইস্টারব্রুক সম্পর্কের বিষয়টি স্বীকার করে এটি তাঁর একটি ভুল ছিল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কোম্পানির নীতি অনুযায়ী ঊর্ধ্বতন বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত।’
বিবাহবিচ্ছেদ হওয়া ৫২ বছর বয়সী ব্রিটিশ ব্যবস্থাপক ইস্টারব্রুক ১৯৯৩ সালে লন্ডনে ম্যাকডোনাল্ড’স-এ যোগ দেন। মাঝে ২০১১ সালে ম্যাকডোনাল্ড’স ছেড়ে পিৎজা এক্সপ্রেসের প্রধান হিসেবে যোগ দেন। পরে এশীয় ফাস্টফুড চেইনশপ ওয়াগমামার নেতৃত্ব দেন তিনি।
পরে ২০১৫ সালে সিইও হয়ে ম্যাকডোনাল্ড’স-এ ফিরে আসেন। ম্যাকডোনাল্ড’স-এর মোবাইল পেমেন্ট ব্যবস্থা, খাবারের মেন্যু রদবদল, উন্নত উপকরণের ব্যবহার ও দোকানগুলোর নকশায় পরিবর্তনের মতো বড় বড় কাজে সফলভাবে নেতৃত্ব দেন স্টিভ ইস্টারব্রুক।
ইস্টারব্রুকের জায়গায় আসতে যাচ্ছেন ক্রিস কেম্পজিনস্কি। এর আগে কেম্পজিনস্কি ম্যাকডোনাল্ড’স ইউএসএর প্রেসিডেন্ট ছিলেন।
গত বছর প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলও সম্মতিক্রমে সহকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়ে এর প্রধান ব্রায়ান ক্রানিসকে সরিয়ে দেয়।