ইনসুলিন নেওয়ার পরও নিয়ন্ত্রণ হচ্ছে না ডায়াবেটিস, কেন?
আমাদের দেহের পেনক্রিয়াস ইনসুলিন তৈরি করে। একটি সুস্থ দেহ রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে।
তবে একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পেনক্রিয়াস এতটা ইনসুলিন তৈরি করতে পারে না। আর তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অনেককেই ইনসুলিন নিতে হয়। তবে এরপরও অনেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন না। এর কারণ কী?
এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউটের মেডিসিন বিভাগে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৩তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : ইনসুলিন নেওয়ার পরও অনেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এটি কেন?
উত্তর : একজনের দেখা যায়, ব্লাডে সুগারের মাত্রা অল্প বেশি। কারো কারো ক্ষেত্রে, তার অগ্রবর্তী পর্যায়ে চলে গেছে, অনিয়ন্ত্রিত অবস্থায় তাদের ক্ষেত্রে অনেক সময় ওষুধেও কাজ হয় না। এ ক্ষেত্রে তাদের ইনসুলিন লাগতে পারে।
আবার অনেকে ইনসুলিন নেওয়ার পরও নিয়ন্ত্রণে রাখতে পারে না। কারণ, তারা নিয়ম মেনে চলে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথম যেই জিনিসটি প্রয়োজন সেটি হলো, নিয়মানুবর্তিতা। এরপর হলো ডায়েট। ওষুধের ভূমিকা তৃতীয়। ইনসুলিন তো একটি ওষুধই। আপনি যদি ইনসুলিন নেন তবে খাদ্যাভ্যাস ও নিয়মানুবর্তি জীবন মেনে না চলেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না।