মলদ্বার দিয়ে রক্ত যাওয়া মানেই কি পাইলস?
পাইলসের সমস্যায় অনেকেই ভোগেন। পাইলস হলে মলদ্বার দিয়ে রক্ত যায়। তবে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া মানেই কি পাইলস?
এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. কৃষ্ণা রূপা মজুমদার।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৩১তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : সাধারণত মলদ্বারের কোন কোন রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে?
উত্তর : বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব রোগী আমাদের কাছে আসে, দেখা যায় এর মধ্যে ৭০ থেকে ৮০ ভাগই নারী রোগী। অধিকাংশেরই হয়তো স্তনে সমস্যা, নয়তো কোলরেক্টালে সমস্যা। অনেকে মলদ্বার দিয়ে রক্ত গেলেই ভাবেন পাইলস হয়েছে। এ কথাটি একদমই ভুল। মলদ্বারে রক্ত যাওয়া মানেই পাইলস নয়।
মলদ্বারে প্রায় ৫০ রকমের রোগ হতে পারে। এর মধ্যে পাইলস হতে পারে, ফিসার হতে পারে, গ্যাজ হতে পারে, ফিস্টুলা হতে পারে, ক্যানসার হতে পারে, পলিপ হতে পারে। এ ছাড়া রেক্টাল প্রলাপস হতে পারে। পাইনোনিডাল সাইনাস, পেরিয়াল এপসিস, ফোড়া হতে পারে।