মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন কয়রার মসজিদকুঁড় মসজিদ
খুলনার দক্ষিণ অঞ্চলটি একসময় ঘন বন ও বিভিন্ন গাছ-পালায় ভরপুর ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের ঘন জঙ্গল কেটে বসতি স্থাপন করেন বদিউল্লাহ নামের এক সৈনিক। পরে তার বংশধর হারেস সানার ছেলে তাহের সানা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে জঙ্গল কেটে মাটি খুঁড়তে যেয়ে প্রাচীন একটি স্থাপনা পান। পরবর্তী ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর প্রাচীন স্থাপনাটি মসজিদ হিসেবে স্বীকৃতি পায় ও নামাজ পড়া শুরু হয়। মাটির নিচ থেকে...
সর্বাধিক ক্লিক