আইপিএল ইস্যুতে নীরবতা ভাঙলেন মুশফিক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম দফায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বিষয়টি নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার মুখ খুললেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আইপিএলে দল না পাওয়ায় কোনো আক্ষেপ নেই এই বাংলাদেশি তারকার।
আজ শনিবার চট্টগ্রামে বিপিলের ম্যাচ শেষে খুলনা অধিনায়ক মুশফিক বলেন, ‘আমি জানি কেউ আমাকে নেবেই না, তাই নাম দিয়ে লাভ নেই। তারা অনুরোধ করেছিল বলেই আমি রেজিস্ট্রেশন করেছিলাম। আসলে এটা আমার হাতে নেই। আমার কাজ হচ্ছে ধারাবাহিকভাবে খেলে যাওয়া। আইপিএলে দল পাইনি বলে আমার আক্ষেপ নেই। বাংলাদেশের পক্ষে খেলাই আমার জন্য সবচেয়ে গর্বের। তবে একটা একটা আশা ছিল, কিন্তু হয়নি বলে হতাশ নই।’
এদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম দফায় অবিক্রীত হলেও চূড়ান্ত পর্বে আবারও নিলামে উঠবেন অবিক্রীতরা। দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে। তবে এ ক্ষেত্রে বর্তমান ভিত্তিমূল্য অর্ধেকে নেমে আসবে। অর্থাৎ নিলামের প্রথম দফায় মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সেটি হবে অর্ধেক। ঠিক তেমনি মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি রুপি। সেটি হবে অর্ধেকে।
গতকাল বৃহস্পতিবার কলকাতায় হয়ে যাওয়া নিলামে বাংলাদেশের পাঁচ খেলোয়াড়ের নাম ছিল। কিন্তু মুশফিক-মুস্তাফিজকেই শুধুমাত্র নিলামে ডাকা হয়। অন্য তিনজন মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিলামে ডাকেইনি আইপিএল কর্তৃপক্ষ।
এবারের নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেল আট কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়ে পাঞ্জাব চমক দেখিয়েছে। ওয়েস্ট উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে সাত কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের প্রথম দফায় সর্বমোট ৩৩২ জন খেলোয়াড়ের নাম ছিল।

স্পোর্টস ডেস্ক