টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
অপেক্ষার পালা শেষ, টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের যাত্রা শুরু হলো। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।
নিষেধাজ্ঞার কারণে এই সফরে নেই বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালও নেই। পিঠের চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে মাহমুদউল্লাহ-মুশফিকরা।
এ ছাড়া প্রতিপক্ষ হিসেবে ভারত অত্যন্ত শক্তিশালী দল। সেরা পারফর্মারদের ছাড়া বাংলাদেশ কতটা লড়াই করতে পারে, সেটাই দেখার বিষয়। কিন্তু অতীত পরিসংখ্যান বলছে, ভারতের কাছে টি-টোয়েন্টিতে কখনো জয় পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে আটবারের মুখোমুখিতে একবারও ভারতকে হারাতে পারেনি লাল-সবুজের দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হলেন সাব্বির রহমান। মোট আট ম্যাচের ছয়টিতে খেলে এক ফিফটিতে ২৩৬ রান করেছেন সাব্বির। তাঁর গড় ৪৭.২০। এ ছাড়া বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রানের ইনিংসটিও তাঁরই দখলে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম। তাঁর সংগ্রহ মাত্র ১৬৫। তৃতীয় সর্বোচ্চ করা মাহমুদউল্লাহ তুলেছেন ১৩২ রান। আর সেরা বোলার হলেন আল আমিন হোসেন ও রুবেল হোসেন। দুজনেই নিয়েছেন সমান সাতটি করে উইকেট।
সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন/ আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক