তাইজুলে মুগ্ধ তামিম
দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরাটা যে এতটা রঙিন হবে সেটা হয়তো ভাবতেও পারেননি তাইজুল ইসলাম। দিনের পর দিন দলের সঙ্গে থেকেছেন। তবে সুযোগ মেলেনি মূল একাদশে। লম্বা সময় অপেক্ষার পর অবশেষে সুযোগ এলো কাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে বাজিমাত করলেন বাঁহাতি এ স্পিনার।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে মূলত তাইজুলের বোলিংয়েই পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০২০ সালের পর ওয়ানডে খেলতে নামা তাইজুল একাই নেন ৫ উইকেট। তার জন্য খরচ করেন মাত্র ২৮ রান।
ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পাওয়ার স্বাদ পেলেন তাইজুল। আগের সেরা ছিল অভিষেক ম্যাচে। সেই ম্যাচে ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। তাইজুলের এমন দারুণ ফেরায় খুশি তামিম ইকবাল। বাঁহাতি স্পিনারের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
তাইজুলকে নিয়ে তামিম বলেন, ‘আমরা যাকেই সুযোগ দিয়েছি, তারা প্রত্যেকেই সেরা চেষ্টা করেছে। তাইজুল এই ম্যাচের সেরা উদাহরণ। পুরো সফরে সে আমাদের সঙ্গে ছিল এবং একটি ম্যাচেও সুযোগ পায়নি। প্রত্যেক অনুশীলন সেশনেই সে থাকতো। যখন সে সুযোগ পেলো, তখন নিজেকে প্রমাণ করলো। তার জন্য খুব ভালো লাগছে।’
শুধু তাইজুল নয়, সিরিজ জয়ে স্পিনারদেরকেই ক্রেডিট দিলেন তামিম। তিনি বলেন, ‘এই সিরিজটাই ছিল স্পিনারদের জন্য। আমার মনে হয়, আমরা তাদের চেয়ে ভালো ছিলাম। এ কারণেই আজকে আমরা এই অবস্থানে আছি।’
গায়ানায় ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও জিতেছিল বাংলাদেশ। টানা তিন জয়ে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল লাল-সবুজের দল।