ভারতের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের নিজেদের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। একই সঙ্গে জয় দিয়ে নিজের কোচিং মিশন শুরু করেছেন অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষেও ভালো করতে চায় লাল-সবুজের দল। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ কাজে লাগাতে চায় জামাল ভূঁইয়ার দল। ম্যাচের একদিন আগে এমনটাই জানালেন জ্বর থেকে সেরে ওঠা মিডফিল্ডার সোহেল রানা।
আগামীকাল সোমবার ভারতের বিপক্ষে লড়বেন জামাল-তপুরা। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটিতে সাফল্য পাওয়া সহজ হবে না। অতীত ইতিহাস, ল্যাঙ্কিং কিংবা পরিসংখ্যান সব দিক থেকেই বাংলাদেশ থেকে এগিয়ে সুনিল ছেত্রীর দল। তা ছাড়া বাংলাদেশের মূল দুর্বলতা ফিনিশিংয়ে। আগের ম্যাচেও ৫৮ ভাগ সময় বল দখলে রেখে ২০টি আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে চারটি ছিল অনটার্গেট শট। কিন্তু একটি থেকেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। চিন্তা মূলত সেটা নিয়েই।
ভারতের বিপক্ষে অবশ্য এত সুযোগ তৈরি করতে পারবে না বাংলাদেশ। তবে সুযোগ যাই আসুক সেটা কাজে লাগাতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।
অনুশীলনে ফিরে সোহেল রানা বলেন, ‘এখানে আসার পরই অসুস্থ হয়ে পড়েছি। আজ অনুশীলন করেছি। শরীরটা এখনও দুর্বল আছে। তবে আশা করি দ্রুতই ফিট হয়ে উঠতে পারব। দলের সঙ্গে প্রথম অনুশীলন করে মনে হচ্ছে একাদশে থাকতে পারব, খেলতে পারব কি না, সেটা কোচ বলতে পারবেন।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কোচ, খেলোয়াড়-আমরা সবাই বলে আসছিলাম, আমরা যেন ওদের বিপক্ষে জিতে সাফ শুরু করতে পারি। সেটা করতে পেরেছি। প্রথম ম্যাচ জয়ের অর্থ হচ্ছে শুরুতে টুর্নামেন্টে ভালো একটা অবস্থানে থাকা। ভালো শুরু হওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও ভালো থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে যে মিসগুলো করেছি, ভারতের বিপক্ষে এত সুযোগ পাব না কিন্তু যেটাই পাব, সেটাই কাজে লাগাতে হবে।’