রাংনিকের অভিষেক জয়ে রাঙালেন রোনালদোরা
গত মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হিসেবে ওলে গুনার সুলশারের অধ্যায় শেষ হয়েছে। এবার অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের অধ্যায়ে পা রাখল ম্যানইউ। রাংনিকের অধীনে গতকালই প্রথম বার মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর, প্রথম ম্যাচেই কোচকে জয় উপহার দিয়েছেন রোনালদোরা।
ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টারের দলটি। দলের হয়ে ব্যবধান গড়া গোলটি করেছেন ফ্রেদ। এ জয়ের মধ্যে দিয়ে ম্যানইউতে রাংনিকের পথচলা শুরু হলো।
এদিন ম্যাচের ৬২ ভাগ সময় বল দখলে রাখে ম্যানইউ। এ সময়ে আক্রমণ করে ১৬ বার, যার তিনটি ছিল অনটার্গেট। কিন্তু, ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক বারবারই হতাশ করেছেন রোনালদোদের। ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য থেকেই।
অবশেষে ৭৭ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারে ম্যান ইউ। ম্যাসন গ্রিনউডের পাসে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে ব্যবধান গড়া গোলটি এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ। এই এক গোলই ম্যানইউকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।
চলতি মৌসুমের বাকি অংশের জন্য ম্যানইউতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পান রাংনিক। জার্মান কোচের অধীনেই মৌসুমের বাকি অংশ খেলবেন রোনালদোরা।
প্রিমিয়ার লিগে এ মুহূর্তে ১৫ ম্যাচে সাত জয় এবং তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানইউ। ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ক্রিস্টাল প্যালেস। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।