রোনালদোর রাতে ম্যান ইউর জয়ের উচ্ছ্বাস
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অষ্টম ম্যাচে এভারটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের রাতে ম্যান ইউর নায়ক হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাজ তারকাকে শুরুর একাদশে খেলতে দেওয়া না হলেও শেষ পর্যন্ত তিনি হয়েছেন দলের ত্রাতা।
গতকাল রোববার রাতে গুডিসন পার্কে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এভারটন। দেমরাই গ্রের পাসে গোল করেন অ্যালেক্স আইউবি।
অবশ্য পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ম্যান ইউ। ম্যাচের ১৫ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের পাস থেকে বল জালে জড়ান ফরোয়ার্ড অ্যান্তনি। দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের ৩০ মিনিটে ইঞ্জুরির কারণে বদলি হতে হয় মার্শিয়ালকে। তখনই মাঠে নামার সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৪ মিনিটে কাসেমিরোর লং পাস খুঁজে নেয় রোনালদোকে। বাঁ প্রান্ত থেকে দারুণ কাউন্টার অ্যাটাকে বাম পায়ের শটে গোল করে দলকে জয়ের সুফল এনে দেন সিআর সেভেন।
চলতি মৌসুমে লিগে সিআর সেভেনের এটি প্রথম গোল। এই গোলে স্পর্শ করেছেন প্রথম ফুটবলার হিসেবে ৭০০ ক্লাব গোলের মাইলফলক। তাঁর লিড নিয়ে বিরতিতে যায় ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।
চলতি লিগে ৮ ম্যাচ শেষে ৫ জয় ও ৩ হারে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ম্যাচসেরা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।