রোহিত শর্মার চোখে হতাশা দেখেছেন বিশপ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে তারা। যদিও এই মৌসুমে রোহিত শর্মার নেতৃত্বে দলটি একটি ম্যাচও জিততে পারেনি। এই মৌসুমে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের সব কটিতিই হেরেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আগের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মাকে খুবই নার্ভাস মনে হয়েছে। শেষ ম্যাচের পরে যখন আমি রোহিত শর্মার সঙ্গে কথা বলেছিলাম, তখন তাকে খুবই হতাশ মনে হয়েছিল। আমি মনে করি দলটিতে কিছু পরিবর্তন দরকার। তাদের ব্যাটিং লাইনআপে এমন কাউকে প্রয়োজন, যে দলকে ভালো স্কোর গড়ে দিতে পারে। যেটা দলের জন্য ভালো হবে। তবে সূর্যকুমার যাদব ভালো খেলছেন।’
সাবেক ক্যারিবীয় তারকা আরও বলেন, ‘ম্যাচের কঠিন সময়ে তাদের বোলাররা ভালো করতে পারছেন না। এটি তাদের জন্য হতাশাজনক। এই অবস্থা থেকে কিভাবে তারা বেরিয়ে আসতে পারে, কিভাবে তারা খেলোয়াড়দের এগিয়ে নিতে পারে, তা নিয়ে আলোচনা করা জরুরি।’
মুম্বাই ইন্ডিয়ানস এই মৌসুমে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। কোনো খেলোয়াড়ই ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেনি। ব্যাট হাতে রোহিত শর্মার ফর্মও ভালো নয়। তিনি এই মৌসুমে এখনও একটি হাফ সেঞ্চুরি করতে পারেননি। ডানহাতি ব্যাটার আট ম্যাচে ১৯.১৩ গড়ে মাত্র ১৫৩ রান করেছেন।
এদিকে আজ রোহিতের জন্মদিন। ৩৫ বছরে পা দিয়েছেন তিনি। তারকা এই ওপেনার শুভেচ্ছাবার্তায় ভাসছেন। দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে। সাবেক অধিনায়ক বিরাট কোহলি রোহিতের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত ও তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন রোহিত শর্মা। ঈশ্বরের আশীর্বাদ থাকুক তোমার সঙ্গে।’