ইংল্যান্ড দলের নিরাপত্তা পরিকল্পনা ফাঁস!
 
বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ভারত সফরে। চেন্নাইতে স্বাগতিকদের বিপক্ষে যখন সিরিজের পঞ্চম টেস্ট খেলছেন অ্যালিস্টার কুকরা, ঠিক তখনই শোনা গেল একটি চাঞ্চল্য খবর। ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে! অতিথি দলটির নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ বিবরণ খুঁজে পাওয়া গেছে এক হোটেলের কম্পিউটারে।
ইংল্যান্ড ক্রিকেট দলের এক সমর্থক নাকি হোটেলের কম্পিউটার থেকে এই পরিকল্পনা পেয়েছেন। তিনি দ্রুত সতর্ক করেছেন ইংল্যান্ড দলকে। পরে বিষয়টি জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষকেও।
পরিকল্পনায় রয়েছে, চেন্নাইতে ইংল্যান্ড দলের থাকা সব হোটেল রুমের বিবরণ। প্রতিটি তলায় কতজন নিরাপত্তাকর্মী কাজ করছেন, সাদা পোশাকে কতজন পুলিশ বাইরে পাহারায় রয়েছেন কিংবা ছাদের ওপর কোথায় নিরাপত্তাকর্মীরা রয়েছেন, তার সবকিছু পাওয়া গেছে ওই কম্পিউটারে।
হোটেলের কম্পিউটারে গুরুত্বপূর্ণ এই তথ্য কীভাবে এলো, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। অবশ্য হোটেলের এক কর্মীরা জানিয়েছেন, স্থানীয় এক পুলিশ নাকি প্রায়ই ব্যবহার করতেন তাদের এই কম্পিউটারটি।
ভারত সফরের ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। অবশ্য কুকদের কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে চেন্নাইতে ইংলিশদের নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় তা নিয়ে এখন নানা আলোচনা হচ্ছে।

 
                   ক্রীড়া প্রতিবেদক
                    ক্রীড়া প্রতিবেদক
         
 
 
 
