ছেলের বাবা হলেন ইরফান পাঠান
ছেলেসন্তানের বাবা হয়েছেন ভারতের ক্রিকেটার ইরফান পাঠান।
গতকাল মঙ্গলবার ছেলে হওয়ার খবর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানিয়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে অনাড়ম্বরভাবে সৌদি আরবের জেদ্দার মডেল সাফা বেগকে বিয়ে করেন ইরফান। সৌদির পবিত্র শহর মক্কায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অল্পদিনের মধ্যে সন্তানের বাবা হওয়ায় বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার। তাঁর মতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
টুইটারে ইরফান পাঠান লিখেন, ‘এটা ভাষায় প্রকাশ করা কঠিন…ছেলের বাবা হয়েছি।’
ইরফানের ভাই ইউসুফ পাঠানও পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন।
২০১২ সালের ২ অক্টোবর সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইরফান। এর পর আর দলে জায়গা হয়নি তাঁর।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসে জায়গা হয়েছিল ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে বেশির ভাগ ম্যাচেই একাদশে স্থান হয়নি তাঁর।
ভারতের হয়ে ২৯টি টেস্ট এবং ১২০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইরফান। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

এনডিটিভি