হ্যামস্ট্রিং ইনজুরিতে মুশফিক?
নিউজিল্যান্ড সিরিজের শুরুতেই বড় একটা ধাক্কাই খেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে শুরুটা এমনিতেই ভালো হয়নি টাইগারদের। তার ওপর আবার ইনজুরি আশঙ্কা ভর করেছে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে। রানআউট থেকে বাঁচতে গিয়ে ডাইভ দিয়ে আঘাত পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যথা নিয়ে মাঠেও থাকতে পারেননি। স্বেচ্ছা অবসর নিয়ে ফিরে গেছেন সাজঘরে।
ব্যাট হাতে বেশ কিছুদিন নিষ্প্রভ হয়ে থাকার পর নিউজিল্যান্ড সফরে আবার স্বরূপে ফিরতে শুরু করেছিলেন বাংলাদেশের অন্যতম এই ব্যাটিং ভরসা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ছিলেন ৪২ রানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মুশফিককে থেমে যেতে হয়েছে সেই ৪২ রানেই। এবারও তাঁকে আউট করতে পারেননি কিউই বোলাররা। ৩৯তম ওভারে চোট পেয়ে স্বেচ্ছা অবসর নিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক।
টেস্ট দলের অধিনায়ক শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারলে হয়তো বাংলাদেশের হারের ব্যবধানটা আরো কমে আসত। সপ্তম উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে মুশফিক গড়েছিলেন ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি। রান সংগ্রহও করছিলেন দ্রুতগতিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কবলে পড়ে গেছেন মুশফিক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে মুশফিকের হ্যামস্ট্রিং ইনজুরির কথা। তবে সেটা সত্যিই কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্পোর্টস ডেস্ক