জিততে হলে দল হিসেবে খেলতে হবে : জ্যোতি
 
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসেছে নারী বিশ্বকাপের ১৩তম আসর। পকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপরই পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। পরের ৬ ম্যাচের ৫টিতেই হেরেছে টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতলেও ৩টি ম্যাচ জিততে জিততে হেরেছে বাংলাদেশ। দেশে ফিরে সেসব নিয়ে কথা বলেছেন অধিনায়ক জ্যোতি।
বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেন, ‘অনেকগুলো ম্যাচই আমাদের জেতার মতো ছিল, জয়ের সুযোগ ছিল। কিন্তু আমরা সেগুলো জিততে পারি নাই। আমি বলব দল হিসেবে এটা আমাদের একটা ব্যর্থতা।’
আরও পড়ুন : বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি হচ্ছে?
দল হিসেবে বাংলাদেশ একটির বেশি ম্যাচ জিততে না পারলেও একক পারফরম্যান্সে কয়েকজন বেশ ভালো করেছেন। বিশেষত শারমিন আক্তার সুপ্তা জাতীয় দলে ফেরার পরে থেকেই ভালো করছেন। বিশ্বকাপেও তিনি সেটি করেছেন। জ্যোতির মুখেও তাদের প্রশংসা ঝরেছে।
জ্যোতি বলেন, ‘ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার আছে, যারা নিয়মিত ভালো ব্যাটিং করছে, যেমন হচ্ছে সুপ্তা আপু। দুই-একটা ম্যাচে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ছোট ছোট ক্যামিও ছিল।’
তবে ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দল হিসেবে খেললেই বড় দলগুলোর বিপক্ষে জেতা সম্ভব বলে মনে করেন জ্যোতি। টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘এগুলো (ব্যাটিং পারফরম্যান্স) যদি আমরা দল হিসেবে নিয়মিত হতে পারি, দেখব যে তখন বড় ম্যাচগুলো আসলে জেতা সম্ভব হবে।’
আরও পড়ুন : অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, ভারতীয় মন্ত্রীর ..
৮ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্বকাপ। প্রত্যেকটি দল ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ৭ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
