ক্রিকেট ইতিহাসের প্রথম চাকার!
সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে অনেককেই। বাংলাদেশের তাসকিন আহমেদ, সোহাগ গাজী, আরাফাত সানি- সবাই পেয়েছেন সেই তিক্ত স্বাদ। কিন্তু ক্রিকেট ইতিহাসে কে প্রথম করেছিলেন অবৈধ অ্যাকশনের বোলিং? কার সন্দেহজনক বোলিং দেখে নো বল ডেকেছিলেন আম্পায়ার?
অস্ট্রেলিয়ার পেসার আর্নি জোনস ক্রিকেট ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন এই একটি কারণেই। তিনিই প্রথম বোলার যাঁর বোলিং অ্যাকশন দেখে নো বল ডাকতে বাধ্য হয়েছিলেন আম্পায়ার জিম ফিলিপস। ঘটনাটি ঘটেছিল ১১৯ বছর আগে, আজকের এই দিনে।
১৮৯৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের দুই আদি চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হয়েছিল বছরের প্রথম দিনে। আর আর্নি জোনসের আলোচিত এই চাকিংয়ের ঘটনাটি ঘটেছিল ৪ জানুয়ারি। অবৈধ বোলিংয়ের কারণে ডাকা হয়েছিল নো বল। সেই ম্যাচের প্রথম ইনিংসে ২২ ওভার বোলিং করে জোনস নিয়েছিলেন দুটি উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে আর বোলিংয়ের সুযোগ পাননি ডানহাতি এই পেসার।
এর পরও অবশ্য আরো কয়েকটি টেস্ট খেলেছিলেন জোনস। সব মিলিয়ে ১৯টি টেস্ট খেলে তিনি শিকার করেছিলেন ৬৪ উইকেট। এর মধ্যে অনেক ডেলিভারিই হয়তো ছিল অবৈধ। কিন্তু ক্রিকেটের শুরুর সেই সময়ে এখনকার মতো এত বিধিনিষেধ বা নীতিমালা না থাকায় দিব্যি বোলিং চালিয়ে যেতে পেরেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক