হ্যান্ডসকমের অদ্ভুতুড়ে আউট
চার টেস্টের ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরি। ২৫ বছর বয়সী পিটার হ্যান্ডসকমের মাঝে অনেকেই দেখছেন স্টিভ ওয়াহর ছায়া। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন এই অজি ব্যাটসম্যান। ২০৫ বলে ১১০ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন হ্যান্ডসকম। তবে যেভাবে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তা নিয়ে আফসোস থাকতেই পারে ডানহাতি এই ব্যাটসম্যানের।
সিডনি টেস্টের দ্বিতীয় তিনে দলীয় ৫১৬ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে আউট হন হ্যান্ডসকম। তবে আলোচনার বিষয় হ্যান্ডসকমের সেঞ্চুরি নয়, তার আউট হওয়ার ধরন। অফ স্টাম্পের বাইরে ওয়াহাব রিয়াজের করা একটি ইয়র্কার লেন্থের বল খেলতে গিয়ে হিট উইকেট হয়েছেন তিনি । রিয়াজের বলটি স্কয়ার কাট করেছিলেন তিনি। তবে ব্যাটে বলে লাগার আগে সেটি স্টাম্পকে চুমু দিয়ে যায়। পাকিস্তানি ফিল্ডারদের আবেদনে আম্পায়ার রিভিউ চাইলে দেখা যায়, ব্যাট চালানোর সময় হ্যান্ডসকম্বের ব্যাট আলতোভাবে স্টাম্পসের গা ছুঁয়ে যায়।
অস্ট্রেলিয়ার ২১তম ব্যাটসম্যান হিসেবে হিট উইকেটের শিকার হলেন হ্যান্ডসকম। এর আগে বার্কিংহামের ২০০৫ সালের অ্যাশেজে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে হিট উইকেট হন শেন ওয়ার্ন। ক্রিকেট বিশ্বে একটি ১৫৬তম ঘটনা। এর আগে গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হিট উইকেট হয়েছিলেন বিরাট কোহলি।
শতক করার পর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের হিট উইকেট হওয়ার ঘটনা অবশ্য আরো বিরল। তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন হ্যান্ডসকম। তাঁর আগে দুবার শতক করে হিট উইকেট হয়েছিলেন বিল প্যান্সফোর্ড। আর একবার স্যার ডোনাল্ড ব্রাডম্যান।

স্পোর্টস ডেস্ক