ট্রিপল সেঞ্চুরির পরের টেস্টেই বাদ!
ইংল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে হুলুস্থূল কাণ্ড বাধিয়ে দেন করুন নায়ার। ক্রিকেটে আলোচনার শীর্ষে উঠে আসেন এই তরুণ ব্যাটসম্যান। তবুও দলে জায়গা পাকা নয় তাঁর। বাংলাদেশের বিপক্ষে টেস্টে মূল দলে জায়গা নাও পেতে পারেন নায়ার। সরাসরি না বললেও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই আভাস দিলেন অধিনায়ক কোহলি।
ভারতীয় দলের এই ব্যাটিং স্তম্ভ নায়ার নয়, আজিঙ্কা রাহানেকেই দলে রাখার পক্ষে যুক্তি দিলেন। ‘এক ম্যাচ দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না। করুন যেটা করেছে সেটা অসাধারণ। তাকে দলের বাইরে রাখা কঠিন।’ এর পরই রাহানেকে দলে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন কোহলি। ‘মনে রাখতে হবে রাহানে দুই বছর ধরে অসাধারণ খেলে চলছে। সেরা ব্যাটসম্যান সে।’
৩২ টেস্টে প্রায় ৪৮ গড়ে ২২৭২ রান করেছেন রাহানে। যার মধ্যে আটটি শতক ও নয়টি অর্ধশতক রয়েছে। তবে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে মোটেও ভালো করতে পারেননি রাহানে। সিরিজে রাহানের ব্যক্তিগত সবোর্চ্চ রান ২৬।

স্পোর্টস ডেস্ক