হাঁটুর ইনজুরিতে ভারত সফর শেষ স্টার্কের
বেঙ্গালুরু টেস্টেই হাঁটুর পুরোনো ব্যথাটা চাড়া দিয়ে ওঠে। ব্যথানাশক খেয়েই ম্যাচটা শেষ করেন মিচেল স্টার্ক। আজ শুক্রবার তাঁর পায়ের স্ক্যান করে দেখা যায়, বাঁ-হাতি এই পেসারের হাড়ে সামান্য চিড় ধরা পড়েছে। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে দেশে ফেরত পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। এই কারণে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত বাকি দুটো টেস্টে থাকছেন না তিনি। এর আগে অজি দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ।
মিচেল মার্শের অলরাউন্ডার মার্কাস স্টইনিস খেলবেন রাঁচি টেস্টে। তবে স্টার্কের বদলি হিসেবে কে আসছেন তা এখনো জানা যায়নি। তবে খুব সম্ভবত জ্যাকসন বার্ডকে ভারতে পাঠাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পুনে টেস্টে তাঁর ব্যাটে ভর করেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এই পেসার। দ্বিতীয় ইনিংসেও ৩০ রান করেন। সেই টেস্টে দুটি উইকেটও নেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ভারতকে ৩৩৩ রানে হারায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ফিজিও ডেভিড বেকলি বলেন, ‘স্টার্কের ডান পায়ে চিড় ধরা পড়েছে। আশা করছিলাম সে হয়তো সুস্থ হয়ে যাবে তবে স্ক্যান করার পর তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি সিরিজে তাঁকে আর পাওয়া যাবে না।’
আগামী ১৬ মার্চ থেকে রাঁচিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। পুনেতে হারের পর ৭৫ রানে বেঙ্গালুরু টেস্ট জিতে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত।

স্পোর্টস ডেস্ক