জমে উঠেছে সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্ট

টেস্ট র্যাংকিংয়ের সেরা দুই দলের লড়াইটা সত্যিই হচ্ছে দেখার মতো। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য হাড্ডাহাড্ডি লড়াই-ই চালাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে সিরিজে ছিল ১-১ ব্যবধানের সমতা। ধর্মশালায় সিরিজ নির্ধারণী চতুর্থ ম্যাচেও দারুণ জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই।
ধর্মশালা টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩০০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতও নিতে পারেনি বড় লিড। নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ে ভারতের ইনিংস গুটিয়ে গেছে ৩৩২ রানে। মাত্র ৩২ রানের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিক ভারতকে। ৯২ রান খরচে পাঁচটি উইকেট নিয়েছেন লায়ন।
৬ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ তৃতীয় দিনের শুরুতেও ভালো লড়াই চালিয়েছিলেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও ঋদ্ধিমান সাহা। সপ্তম উইকেটে তাঁদের ৯৬ রানের জুটিই লিড এনে দিয়েছিল ভারতকে। কিন্তু দলীয় ৩১৭ রানের মাথায় জাদেজা আউট হয়ে যাওয়ার পর দ্রুতই আরো তিনটি উইকেট হারিয়েছে ভারত। ৯৫ বলে ৬৩ রানের লড়াকু এক ইনিংস এসেছে জাদেজার ব্যাট থেকে। স্কোরবোর্ডে মাত্র ১৫ রান জমা করতেই ভারত হারিয়েছে বাকি তিনটি উইকেট। ৩১ রান এসেছে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে।
৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। শুরুতেই তারা হারিয়েছে ডেভিড ওয়ার্নারের উইকেট। চতুর্থ ওভারেই উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওয়ার্নার। করতে পেরেছেন মাত্র ৬ রান।