ভারতের বিপক্ষে মামলার হুমকি পাকিস্তানের
কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পাকিস্তানে না যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক একই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে মামলা করারও হুমকি দিয়েছে পিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, এরই মধ্যে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগামী সপ্তাহে এই নোটিশ পাঠাতে পারে বলে পিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পিসিবির ভাষ্য, ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পাকিস্তানে না যাওয়ায় তাদের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে। এ জন্য ক্ষতিপূরণ চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলার চিন্তা করছে তারা।
এ বিষয়ে পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘২০১৪-তে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আমরা মামলা করব।’
পিসিবির দাবি, চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই খেলাগুলো না হওয়ায় প্রায় ২০০ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।
২০০৭ সালে শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দুই দলের মধ্যে সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি।

ক্রীড়া প্রতিবেদক