অসুস্থ প্রতিযোগিতা চলছে বললেন জালাল ইউনুস

ভারতের বিপক্ষে সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল মাশরাফি-সাকিবদের। বাংলাদেশের এই সাফল্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ অথবা পাকিস্তানের মধ্যে যেকোনো একটি দলের। র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে মিলে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা নিয়েছে। এই তিনটি দলের এমন পরিকল্পনাকে অসুস্থ প্রতিযোগিতা বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকেদের জালাল ইউনুস বলেন, ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) বাদ দেওয়ায় মূলত ক্রিকেটের সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। কয়েকটি দেশ র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য একটি সিরিজ খেলার যে পরিকল্পনা নিয়েছে তা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। নিজেদের প্রয়োজনে একটি সিরিজের আয়োজন করা ঠিক নয়। এমন প্রতিযোগিতা চলতে থাকলে ক্রিকেট তার সৌন্দর্য হারাবে।’
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে না থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিতই ছিল বলা যায়। কিন্তু আগস্ট-সেপ্টেম্বরে জিম্বাবুয়েতে একটি সিরিজ হওয়ার কথা রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। সিরিজটা শেষ পর্যন্ত হলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অঙ্কটা বেশ জটিলই হয়ে পড়বে মাশরাফির দলের জন্য।
তাই বাংলাদেশ দলের সব ভাবনাজুড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের লক্ষ্য এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো খেলা। র্যাঙ্কিং নিয়ে আমরা মোটেও চিন্তা করছি না।’