ধোনি-যুবরাজের ভূমিকা নিয়ে দ্রাবিড়ের প্রশ্ন
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা হাতছাড়া করেছে ভারত। এই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই কোহলিদের নেমে পড়তে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। সিরিজ শুরুর আগেই কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফার বিষয়টি ভারতীয় ক্রিকেটে বড় ধক্কা লেগেছে। এরই মধ্যে আরেকটি বিষয় আলোচনায় নিয়ে এসেছেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, ২০১৯ বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংয়ের কী ভূমিকা থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এ ব্যাপারে রাহুল দ্রাবিড় বলেন, ‘আগামী বিশ্বকাপ সামনে রেখে ভারতীয় দলের রোডম্যাপ কী হবে, তা এখনই ঠিক করতে হবে। সেখানে ধোনি-যুবরাজ আগামী কয়েক বছরে কী করবেন, সেটা ঠিক করতে হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে এক বছরে বা ছয় মাস সময় লেগে যেতে পারে। এ জায়গায় নির্ভরযোগ্য ক্রিকেটার থাকলে তাদের বিবেচনা করা যেতে পারে।’
আগামী শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের একাদশে নতুনদের বেশি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল একাদশে নতুনদের বেশি সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারে। তা না করলে পরবর্তী সময়ে এমন পরিস্থিতি আসতে পারে, যখন বলতে হবে—আমরা নতুনদের সুযোগ দিইনি। তাই এখনই সব দিক থেকে চেষ্টা করতে হবে।’
ধোনি-যুবরাজের ভূমিকা নিয়ে দ্রাবিড়ের প্রশ্ন তোলার মূল কারণ হচ্ছে, বয়স অথবা ফর্মের কারণে আগামী বিশ্বকাপ পর্যন্ত এই দুজনের দলে থাকা সম্ভব নাও হতে পারে। তাই আগে থেকেই নতুনদের তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক