বাংলাদেশের টেস্ট দলে মুস্তাফিজ

টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। আর চোট কাটিয়ে প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।
urgentPhoto
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৪ সদস্যের এই দলে রাখা হয়নি গত মাসে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট দলে থাকা ব্যাটসম্যান শুভাগত হোম ও পেসার আবুল হাসানকে।
আগামী বুধবার চট্টগ্রামে অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ ওয়ানডের দল অপরিবর্তিত রেখেছে বিসিবি।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ সাফল্য পাওয়া মুস্তাফিজকে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ‘টিম ইন্ডিয়া’র বিপক্ষে তিন ম্যাচ ১৩ উইকেট নেন সাতক্ষীরার এই পেসার। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে রেকর্ডও গড়েন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোনো উইকেট না পেলেও রোববার ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সহজ জয়ে বড় অবদান মুস্তাফিজের। তাঁর পুরস্কার পেতেও দেরি হলো না।
আঙুলের চোটের কারণে মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে একটি ম্যাচও খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে ফেরার পর এবার টেস্ট দলেও জায়গা করে নিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ জুলাই থেকে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ জুলাই থেকে।
প্রথম টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।