দ্বিতীয় ওয়ানডেতে ফিরবেন তামিম
এমন নয় যে, প্রথম ওয়ানডেতে বাংলাদেশ খারাপ ব্যাটিং করেছে। মুশফিকের শতকে স্কোরবোর্ডে ২৭৮ রান তোলে বাংলাদেশ। তারপরও পরাজিত দলের নাম বাংলাদেশ। কুইন্টন ডি কক ও হাশিম আমলার দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লেতে ১০ উইকেটে হার মানে মাশরাফির দল। ভালো ব্যাটিং করলেও এই ম্যাচে তামিম ইকবালের অভাববোধ করেছে বাংলাদেশ। এই ধরনের ব্যাটিং স্বর্গে আরো বেশি রান করার দরকার ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটাই বললেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লাল-সবুজের অধিনায়ক আরো জানান, দ্বিতীয় ম্যাচেই ফিরবেন তাঁর প্রধান ব্যাটিং অস্ত্র তামিম ইকবাল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফিকে তামিমের ইনজুরি নিয়ে প্রশ্ন করা হয়। পরের ম্যাচে তিনি খেলবেন কি না, জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘তামিম এখন ভালো আছে। আশা করছি, দ্বিতীয় ম্যাচে সে খেলবে।’
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারের কারণ বর্ণনা করতে গিয়ে অধিনায়ক বলেন, আমাদের ব্যাটিং ভালো হয়েছে তবে বল হাতে ভালো করতে পারিনি। ইনিংসের কোনো অংশেই তাঁদের (আমলা-ডি কক) ওপর চাপ সৃষ্টি করতে পারিনি আমরা। অবশ্যই তাঁদের ক্রেডিট দিতে হবে। তবে বল হাতে ব্যর্থ হয়েছি আমরা। সঠিক জায়গায় বল রাখতে পারেনি বোলাররা। লড়াই করতে পারিনি আমরা।’
আজ ওয়ান ডাউনে ব্যাটিং করেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে সে বিষয়টাও পরিষ্কার করেন টাইগার দলনেতা। তিনি বলেন, তামিম আজকের ম্যাচে ছিল না। আমরা চাইছিলাম সিনিয়র ক্রিকেটাররা যাতে উপরে এসে ব্যাটিং করে এতে অন্যদের সুবিধা হবে। সেই চিন্তা করেই আজ সাকিবকে উপরে নামানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক