আগুয়েরোর রেকর্ড, শেষ ষোলতে ম্যানসিটি
গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। নাপোলির মাঠেই তাদের ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। দলের এই জয়ের দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন দলটির সেরা তারকা সার্জিও আগুয়েরো। ম্যানসিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এই আর্জেন্টাইন তারকা।
ম্যানসিটির হয়ে আগুয়েরোর গোল সংখ্যা এখন ১৭৮টি। দলটির সাবেক তারকা ফরোয়ার্ড এরিক ব্রুকে ছাড়িয়ে গেছেন তিনি।
এ ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে যায় নাপোলি। ২১ মিনিটে লরেন্সো ইনসিনিয়ের নিখুঁত শটে এগিয়ে যায় ইতালীয় ক্লাবটি। এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৪ মিনিটে কোলাস ওতামেন্দি দারুণ হেডে গোল করে খেলার সমতা ফেরান।
বিরতির পর তৃতীয় মিনিটে দলের গোল ব্যবধান বাড়ায় ম্যানসিটি লেরয় সানের গোলে (২-১)। এরপর ৬২ মিনিটে পেনাল্টি থেকে জর্জিনিয়ো নাপোলিকে সমতা ফেরান (২-২)।
পরে ৬৯ মিনিটে ম্যানসিটিকে ফের এগিয়ে নেন আগুয়েরো। ম্যানসিটির হয়ে এটি তাঁর ১৭৮তম গোল, যাতে তিনি রেকর্ড গড়েন। ইনজুরি সময়ে রাহিম স্টার্লিং নাপোলির কফিনে শেষ পেরেক ঠুকেন।
এই জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থাকা গুয়ার্দিওলার দলের শেষ ষোলতে খেলা নিশ্চিত করে।

ক্রীড়া প্রতিবেদক