সৈকতের সঙ্গে হাসান আলীর ঠোকাঠুকি
নিশ্চিতভাবেই জরিমানার কবলে পড়তে যাচ্ছেন হাসান আলী। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা টাইটানসের হয়ে মাঠে আগুন ঝরিয়েছেন এই পাকিস্তানি বোলার। তবে মাঠে আচরণটা মোটেও ভালো ছিল না এই বোলারের। ডায়নামাইটসের দেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে আউট করার পর আঙুল তুলে প্যাভিলিয়নের দিক নির্দেশ করেন হাসান আলী। বিষয়টি মানতে পারেননি সৈকত। পরে অবশ্য তামিম ইকবালের মধ্যস্ততায় শান্ত হয়ে মাঠের বাইরে চলে আসেন এই ব্যাটসম্যান।
ঢাকার ইনিংসের ১৬তম ওভারে মোসাদ্দেকের স্টাম্প উপড়ে ফেলেন হাসান আলী। নির্বিকার এই ব্যাটসম্যান সাজঘরের পথে ফিরছিলেন, এমন সময় অসাদাচরণ করে বসেন পাকিস্তানি স্পিড সেনসেশন। মোসাদ্দেককে মাঠের বাইরে যাওয়ার পথটা বাতলে দেন তিনি।
মেজাজ ধরে রাখতে পারেননি সৈকত। উইকেটের পাশে দাঁড়িয়ে পড়েন তিনি। দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল। মোসাদ্দেক হোসেন সৈকতকে বুঝিয়ে সুঝিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি।
ম্যাচে একাই ঢাকা ডায়নামাইটসকে কাবু করে দেন এই হাসান আলী। ৩.৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। হাসানের দুর্ধর্ষ বোলিংয়ে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল।

স্পোর্টস ডেস্ক