টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব একটা খারাপ করছেন না তারকাখচিত ঢাকা ডায়নামাইটস। তবে দলটা খুব একটা ছন্দে আছে সেটা বলা যাবে না। ১০ ম্যাচে সাকিব আল হাসানের দল জিতেছে পাঁচটি ম্যাচে। আর একটি ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আসরের বর্তমান শিরোপাধারীদের। সেই লক্ষ্যে আজ রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছেন সাকিবরা।
টস জিতেছেন ঢাকার অধিনায়ক সাকিব। সবাইকে অবাক করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারের বিপিএলে টস জিতে ফিল্ডিং করে জেতা দলের সংখ্যাই বেশি।
ম্যাচটি জেতা রাজশাহী কিংসের জন্যও খুব জরুরি। ১০ ম্যাচে মাত্র চারটিতে জিতেছেন মুশফিকরা। শেষ চারে যেতে হলে শেষ দুটি ম্যাচেই জিততে হবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দলটিকে।

স্পোর্টস ডেস্ক