বর্ষসেরা গোল রোনালদোর!
জুভেন্টাসের হয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ গত বছর রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান ক্লাবের বিপক্ষে করা গোলটিই কি না, উয়েফার বর্ষসেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে! উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইসাইকেল কিক থেকে আসা রোনালদোর সেই গোলের ভিডিও শেয়ার করা হয়েছে।
এই পর্তুগিজ তারকার অসাধারণ অনেক গোল রয়েছে। এর মধ্যে আলিয়ানজ স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে করা এই গোলটি পেয়েছে উয়েফা বর্ষসেরার খেতাব। এতে খুশি হয়ে স্বয়ং রোনালদো তাঁর ব্যক্তিগত অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন, ‘এটি আমার কাছে ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ গোল এবং যখন স্টেডিয়ামের দর্শকরা আমার প্রশংসা করছিলেন, তখন আমি আপ্লুত হয়েছিলাম। এ রকম আমার জীবনে কখনো ঘটেনি। তাই এটি ছিল এক অসাধারণ মুহূর্ত।’
রোনালদোর ঝুলিতে প্রথমবারের মতো যুক্ত হলো উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার। ওয়েবসাইটে ৩,৪৬,৯১৫টি ভোট পড়েছিল। ১১ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে রোনালদোর গোল প্রায় দুই ণাখ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। রোনালদোর পরে দ্বিতীয় স্থানে আছেন মার্সিলির তারকা দিমিত্রি পায়েত। তৃতীয় স্থানে আছেন প্রমিলা অনূর্ধ্ব-১৭-এর ইউরো বিজয়ী স্পেনের খেলোয়াড় ইভা নাভারো। জার্মানির বিপক্ষে সেই ম্যাচে গোলকিপার এবং রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে ডি বক্স থেকে এক অসাধারণ গোল করেন নাভারো।
২০১৫ সাল থেকে প্রচলন হওয়া উয়েফা বর্ষসেরা গোল পুরস্কারের তৃতীয় মৌসুমের বিজয়ী রোনালদো। প্রথম দুইবার বর্ষসেরা গোলের পুরস্কার পেয়েছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। ২০১৭ সালে জুভেন্টাস স্ট্রাইকার মারিও মানজুকিচ এই পুরস্কার লাভ করেন।

স্পোর্টস ডেস্ক