ডাচরাই পেল সান্ত্বনার জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের। দুই ‘ল্যান্ড’ আজ মুখোমুখি হয়েছিল সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে শেষপর্যন্ত জয় পেয়েছে নেদারল্যান্ডস। ছয় ওভারের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে ১২ রানে।
ধর্মশালায় লাগাতার বৃষ্টির কারণে এই ম্যাচটিও পরিত্যক্ত হবে কি না, তা নিয়ে জেগেছিল শঙ্কা। অবশেষে কিছুক্ষণের জন্য হলেও ব্যাট-বলের লড়াই দেখতে পেয়েছেন দর্শকরা। ছয় ওভারের ম্যাচে শুরুতে ব্যাটিং করে নেদারল্যান্ডস সংগ্রহ করেছিল ৫৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থেমেছে ৪৭ রানে। ছয় ওভারের এই সংক্ষিপ্ত ম্যাচেই নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন পেসার পল ফন মেকেরেন। দুই ওভার বল করে মাত্র ১১ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। আয়ারল্যান্ডের পক্ষে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ওপেনার পল স্টার্লিং করেছেন ১৫ রান। শেষমুহূর্তে ম্যাক্স সোরেনসেনের ৯ রানের ইনিংস আইরিশদের হারের ব্যবধান কিছুটা কমিয়েছে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্টেফান মেবার্গের ২৭ ও অধিনায়ক পিটার বোরেনের ১৪ রানে ভর করে স্কোরবোর্ডে ৫৯ রান জমা করেছিল নেদারল্যান্ডস। আইরিশদের পক্ষে দারুণ বোলিং করেছিলেন জর্জ ডকরেল। দুই ওভার বল করে মাত্র ৭ রানের বিনিময়ে নিয়েছিলেন তিনটি উইকেট।
ছয় ওভারের হলেও আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচটি মাঠে গড়ানোয় আশা জেগেছে বাংলাদেশ-ওমানের ম্যাচটি নিয়েও। ধর্মশালায় আবারও নতুন করে বৃষ্টি শুরু না হলে নির্ধারিত সময়েই মাঠে নামতে পারবেন বাংলাদেশ ও ওমানের ক্রিকেটাররা। এই ম্যাচে জয়ী দল পেয়ে যাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট।