রাহুলের রেকর্ডের ম্যাচে ভারতের সহজ জয়
প্রতিপক্ষ দলটির নাম জিম্বাবুয়ে। স্বাভাবিক কারণে ভারতের জন্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র। সিরিজের প্রথম ম্যাচে তিনজনের অভিষেক হলো। এঁদের মধ্যে অভিষিক্ত লোকেশ রাহুল করে ফেললেন দারুণ এক রেকর্ড। করলেন অভিষেকেই শতক।
রাহুলের রেকর্ড গড়া এই ম্যাচে ভারত ৯ উইকেটে জিতেছে। তাই তিন ম্যাচের সিরিজে তারা ১-০-তে এগিয়ে যায়।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে স্বাগতিকরা ১৬৯ রানের লক্ষ্য বেঁধে দেয় প্রতিপক্ষের সামনে।
এই লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেকে দারুণ একটি শতক করে রেকর্ড গড়ে ফেললেন রাহুল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে করলেন ১০০ রান। ওপেনিংয়ে অভিষেকে ভারতীয় কোনো ব্যাটসম্যানের এটাই ছিল সর্বোচ্চ।
এই ইনিংসটি খেলতে রাহুল ১১৫ বল খরচ করেন। তাঁর এই ইনিংসটি সাতটি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। চমৎকার এই ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনিই।
মাত্র এক উইকেট হারিয়ে ভারত ১৭৩ রান রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে। রাহুলের শতকের পর আম্বতি রাইডু ৬২ রানের একটি ইনিংস খেলেন।

ক্রীড়া প্রতিবেদক