ইংল্যান্ডেই মুস্তাফিজের চিকিৎসা, দেশে ফেরানো হচ্ছে না
কাঁধের পুরোনো সেই চোট আবার নতুন করে দেখা দিয়েছে। ইংলিশ কাউন্টি লিগে সাসেক্সের হয়ে তাই রোববারের ম্যাচটি খেলতে পারেননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চোট খুব একটা গুরুতর না হলেও ইংল্যান্ডেই বাঁ-হাতি পেসারের চিকিৎসা করানো হবে। আপতত তাঁকে দেশে ফেরানোর কথা ভাবছে না বিসিবি।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা যতটুকু জানি মুস্তাফিজের চোট খুব একটা গুরুতর নয়। তারপরও যেটুকু চোট আছে তার চিকিৎসা আমরা ইংল্যান্ডেই করাতে চাই। আমরা এখনই মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছি না।’
গতকাল রোববার সাসেক্সের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু আগের দিনে নেটে চোট পান বাঁ-কাঁধে। সতর্কতা হিসেবে ম্যাচটিতে খেলানো হয়নি বাংলাদেশের পেসারকে।
বিসিবির পক্ষ থেকে নিয়মিতই সাসেক্সের সঙ্গে যোগাযোগ করছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম। তিনি বলেন, ‘সাসেক্সের ফিজিও পল কৌরির সঙ্গে আমার কথা হয়েছে। তাঁকে কিছু পরামর্শ দিয়েছি, মুস্তাফিজের ক্ষেত্রে সেগুলো যেন মেনে চলা হয়।’
অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই বাঁ-কাঁধে ব্যথা অনুভব করছেন এই বাঁ-হাতি পেসার। বিশেষ করে কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে একটা ‘বিশেষ’ বল করার সময় কেমন জানি অস্বস্তি বোধ হয় তাঁর। সেটা সেরেও উঠেছিল, এবার সেই পুরোনো চোট আবার দেখা দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক