রাজশাহী কিংসের ‘সেলফি’ উদযাপন
ক্রিকেট মাঠে অভিনব সব উদযাপনের জন্য বিশেষভাবেই নজর কাড়েন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলদের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন নাচ তো এখন বিখ্যাতই হয়ে গেছে ক্রিকেট অঙ্গনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তরুণ পেসার শামার স্প্রিঙ্গলারও সোরগোল তুলেছিলেন বিশেষ একটি নাচ দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিজেদের আমুদে মেজাজের পরিচয় ভালোমতোই দিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আজ চিটাগং কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নজর কাড়ল ড্যারেন স্যামি-কেসরিক উইলিয়ামসের সেলফি উদযাপন।
এলিমিনেটর ম্যাচের বাঁচা-মরার লড়াইয়ে বল হাতে ভালো নৈপুণ্যই দেখিয়েছেন রাজশাহী কিংসের ক্রিকেটাররা। শুরুতে তামিম ইকবাল আর ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে নাজেহাল হলেও পরের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ড্যারেন স্যামির দল। দ্রুতই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে চিটাগংকে আটকে দিয়েছিল ১৪২ রানে। আর প্রায় প্রতিটি উইকেট পতনের পরই সেলফি তোলার ভঙ্গিতে উদযাপন করতে দেখা গেছে রাজশাহীর খেলোয়াড়দের। আর এই উদযাপনের পুরোভাগে ছিলেন অধিনায়ক স্যামি ও কেসরিক উইলিয়ামস। কিছু কিছু সময় রাজশাহীর ক্রিকেটাররা যেন পরিণত হয়েছিলেন কল্পিত ফটোসাংবাদিকে। ছবি তোলার ভঙ্গি করছিলেন পেশাদার সাংবাদিকদের মতো।
এলিমিনেটর ম্যাচে শুধু এই উদযাপন দিয়েই না, দুর্দান্ত বোলিং করেও নজর কেড়েছেন উইন্ডিজের ডানহাতি পেসার কেসরিক উইলিয়ামস। চার ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন অধিনায়ক স্যামি। তিন ওভার বল করে দিয়েছেন ২০ রান।

স্পোর্টস ডেস্ক