দলের হারের দিনে তামিমের দারুণ কীর্তি
এবারের বিপিএলে ব্যাট হাতে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন তামিম ইকবাল। ১৩ ম্যাচ খেলে ৪৭৬ রান করেছেন। যেখানে রয়েছে ছয়টি অর্ধশতক। আসরে সেরা রান সংগ্রহকারীদের মধ্যে তিনি আছেন শীর্ষে। এই সাফল্যের পথ ধরে দারুণ একটি র্কীতিও গড়েছেন বাঁ-হাতি এই ওপেনার। পূর্ণ করেছেন বিপিএলের এক হাজার রান।
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলের এক হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তামিম। তাঁর আগে এবারের আসরেই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম ও খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ ।
এবারের আসরসহ বিপিএলে তামিম খেলেছেন মোট ৩৪টি ম্যাচ। করেছেন এক হাজার ২৬ রান। আজ মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলে এক হাজারী ক্লাবে ঢুকে পড়েন তিনি। সব মিলিয়ে বিপিএলে তাঁর অর্ধশতক ১২টি, সর্বোচ্চ সংগ্রহ ৭৫ রান।
বিপিএলে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের, এক হাজার ১৭২ রান। দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর রান এক হাজার ৬১।
এক হাজারী ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সংগ্রহ ৯৪১ রান। এরপর এনামুল হকের সংগ্রহ ৯১৫রান।
নিজের এই কীর্তি গড়ার দিনে তামিমের দল চট্টগ্রাম ভাইকিংস শেষ চার থেকেই বিদায় নিয়েছে। এদিন তারা তিন উইকেটে হেরেছে রাজশাহী কিংসের কাছে।

ক্রীড়া প্রতিবেদক